বর্তমান সময়ে, আমরা সকলেই কিন্তু নিজের ঘরে বসে ইনকাম করতে আগ্রহী থাকি। তো সারা বিশ্বে অর্থাৎ আমাদের বাংলাদেশে, অসংখ্য তরুন-তরুণী’রা বিভিন্ন কোর্স করে, অনলাইনে ইনকাম করছে। এবং ক্যারিয়ার গড়ে তুলছেন।
তো আপনি যদি চান? অনলাইনে ইনকাম করার সেরা কোর্স গুলো করে, নিজের ঘরে বসে উপার্জন শুরু করতে পারবেন।

আর বর্তমান সময়ে, অসংখ্য পরিমানের মানুষ বিভিন্ন সার্চ ইঞ্জিনে, সার্চ করে, জানার চেষ্টা করেন যে, অনলাইনে কোর্স করার উপায় কি?
অনলাইনে কি বিষয়ে কোর্স করলে বেশি টাকা ইনকাম করা যায়। অনলাইনে কোর্স করতে কত টাকা লাগে, আরো ইত্যাদি বিষয়।
সেই লক্ষ্যে, আজ আমি আপনাদের সাথে। সহজ ইনকাম সাইটে, অনলাইনে ইনকাম করার সেরা কোর্স গুলো সম্পর্কে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
অনলাইন ইনকাম কি?
অনলাইন ইনকাম এমন একটি মাধ্যম যেখানে আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে, কোন সময় কাজ করার সুযো পারবেন। আর অনলাইন কাজে আপনার নির্দিষ্ট কোন বস থাকবে না।
অনলাইন কাজে আপনি নিজেই বস নিজেই কর্মচারী।
মোট কথা- ইন্টারনেট কাজে লাগিয়ে নিজের মেধা ও শৃজনশীলতা কে কাজে লাগিয়ে, ইনকাম করাকে অনলাইন ইনকাম বলে।
আপনাকে আরো সহজ ভাবে বলতে গেরে বলা যায়, আপনার অবিজ্ঞতা অনলােইনে বিভিন্ন বায়ার এর কাছে বিক্রি করে কিংবা কনটেন্ট তৈরি করে, ইনকাম করতে পারবেন।
বর্তমান সময়ে, আমরা সকলেই অবগত আছি। যে, ওয়েবসাইট, ফিল্যান্সিং বা আউটসোর্সিং এর বিষয়ে। অনলাইন ইনকাম নিয়ে অনেক প্লাটফর্ম এই সময়ে চলমান রয়েছে।
তাই আপনি যদি অনলাইন থেকে প্রতি মাসে ইনকাম করতে চান? তবে, আপনারা ওয়েবসাইট/ ব্লগিং শুরু করতে পারেন। এছাড়া আপনি চাইলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংও করতে পারেন।
তো যাইহোক, অনলাইন ইনকাম যদিও সহজ কোন বিষয় না। কিন্তু ধৈর্য, মেধা, সময় ও ইচ্ছা শক্তি থাকলে অনেক সহজেই অনলাইন ইনকাম করা সম্ভব।
অনলাইন ইনকাম কোর্স বলতে কি বুঝায় ?
আপনারা উপরিউক্ত আলোচনাতে অনলাইন ইনকাম কি ? এই বিষয়ে মোটামুটি ধারণা নিতে পারছেন। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, অনলাইন কোর্স বলতে কি বুঝায়?
অনলাইন কোর্স হচ্ছে, মনে করুন- আপনি অনলাইনে কোন সেক্টরে কাজ করতে চান? বা আপনারা অনলাইনে এমন একটি কাজ সিলেক্ট করেছেন। যা আপনার মনে মতো। সেখান থেকে উপার্জন করতে পারবেন।
সেই অনুযায়ী আপনি যদি ব্লগিং- ব্লগ বা ওয়েবসাইট নিয়ে নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে, আপনাকে অবশ্যই সেই বিষয়ে একটি কোর্স করতে হবে।
কারণ আপনি যেহেতু, অনলাইনে নতুন, তাই আপনি ব্লগিং শুরু করতে চাইলে, অবশ্যই একটি ভালো কোর্স করতে হবে।
তো, আপনি যদি অনলাইনে ইনকাম কোর্স করতে চান। সে ক্ষেত্রে অসংখ্য পরিমাণের পেইড কোর্স পাবেন। যে কোর্স গুলো সম্পন্ন করে, আপনি অনলাইন ইনকাম শুরু করতে পারবেন।
অনলাইন কোর্স কত প্রকার ?
আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান। তাহলে, অনলাইন সেক্টরে অনেক ধরণের কোর্স পেয়ে যাবেন।
তবে, আপনাকে নিজে নিজে প্রশ্ন করতে হবে। আপনি অনলাইনে কোন সেক্টরে কাজ করলে, ভালো উন্নতি করতে পারবেন।
সেই অনুযায়ী বর্তমান সময়ে, বিপুল পরিমানের মানুষ এখন ব্লগিং এর দিকে ঝুঁকছে। তাই আপনার যদি লেখা-লেখি করতে ভালো লাগে।
তবে, সেই দক্ষতা কে কাজে লাগিয়ে, আপনারা ব্লগ বা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন।
তো আমি আপনাকে এখানে সংক্ষিপ্ত ভাবে, অনলাইন কোর্স এর কয়েকটি কোর্স সম্পর্কে বলব। নিচে যে, কোর্স গুলো সম্পর্কে জানবেন? সেগুলো বর্তমান সময়ে, অনেক জনপ্রিয়।
এই কোর্স গুলো সম্পন্ন করে, লোকেরা নিজের ঘরে বসে আয় করছে। প্রতি মাসে প্রায় লক্ষ টাকা। আপনিও চাইলে, কোর্স গুলো করতে পারেন।
সেগুলো হলো-
- ব্লগিং এন্ড ওযেবসাইট কোর্স
- ফ্রিল্যান্সিং কোর্স
- আউটসোর্সিং কোর্স
- ডিজিটাল মার্কেটিং কোর্স
- গ্রাফিক্স ডিজাইন কোর্স
- ইউটিউব মার্কেটিং কোর্স
- ফেসবুক মার্কেটিং কোর্স
তো আমরা উপরের অংশে অনলাইনে ইনকাম করার সেরা কোর্স গুলোর তালিকা প্রস্তুত করেছি। সেই অনুযায়ী আমি আজ আমাকে এখনে, ব্লগিং এন্ড ওযেবসাইট কোর্স সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব।
ব্লগিং এন্ড ওযেবসাইট কোর্স
আমরা আগেই বলেছি, বর্তমান সময়ে লোকেরা বেশির ভাগ সময় ব্লগিং এন্ড ওয়েবসাইট এর মাধ্যমে, ইনকাম করে যাচ্ছে। তাই আপনি যদি লেখা লেখি করতে আগ্রহী থাকেন।
তাহলে, আপনার মেথা ও শৃজনশীলতা কে কাজে লাগিয়ে, নিজের বা ব্যবসার জন্য একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে, কাজ শুরু করতে পারেন।
এখন আপনি যদি ব্লগিং করে, অনলাইনে ইনকাম করতে চান? তবে অবশ্যই আপনাকে ব্লগিং এন্ড ওয়েবসাইট এর একটি কোর্স করতে হবে।
এখন অনেকের প্রশ্ন হতে পারে যে, ব্লগিং এন্ড ওয়েবসাইট কোর্স কিভাবে করব? কোর্স করতে কত টাকা লাগবে। এবং কোর্স করতে কত দিন সময় লাগবে।
এই প্রশ্নের উত্তর গুলো জানার আগে আপনাকে জানতে হবে, ব্লগিং কি? এবং ওয়েবসাইট কি? তো চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক।
ব্লগিং কি ?
ব্লগ শব্দ’র ইংরেজি হলো Blog আর এটির বাংলা প্রতিশব্দ। যা শব্দের অর্থ অনেকটাই ব্যক্তিগত অনলাইন দিনলিপি কিংবা ব্যক্তিগত সামাজিক যোগাযোগ এর মাধ্যম।
ব্লগার’রা প্রতিনিয়ত তাদের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল/ কনটেন্ট পোস্ট করেন। আর সেগুলো ব্যবসারকারী’রা সেখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য গ্রহণ করেন। এবং সেখানে মতামত প্রকাশ করেন।
তাছাড়া সাম্প্রতিককালে ব্লগ ফ্রিল্যান্সিং ও অনলাইন ইনকাম এর একটি মাধ্যম হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনা গুলো নিয়ে এক বা একাধিক ব্লগার’রা এটি নিয়মিত ভাবে আপডেট করে।
একন ব্যক্তিগত ডায়রি’র বিপরীতে ব্লগ একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে প্রমাণিত।
বর্তমানে, অনেক লোক আছে যারা মূলত ব্লগ ও ওয়েবসাইট এর পার্থক্য বোঝে না। ওয়েবসাইট থেকে ব্লগ এর মূল পার্থক্য হচ্ছে, অনিয়মিত ওয়েবসাইট আপডেট করা হয়। অন্যদিকে ব্লগ আপডেট করা হয় নিয়মিত ভাবে।
এছাড়া, অনেক গুলো ব্লগ দেখা যায় যা প্রতি মিনিটে মিনিটে আপডেট করা হয়।
কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইটে কোন বিষয় কে ভিজিটরদের/ দর্শকদের মতামত প্রদান এর জন্য তুলে ধরাকে ব্লগিং বলা হয়।
ব্লগিং বিষয়টি যদি সংক্ষিপ্ত ভাবে বলি তাহলে, বলা যায়- বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে যা লেখা-লেখি করা হয় তাই হলো ব্লগিং।
ব্লগিং অনেক বিষয় নিয়ে হতে পারে। যেমন মনে করুন-
- টেকনোলজি
- লাইফ স্টাইল
- রাজনীতি
- ভ্রমণ কাহিনী
- শিক্ষা বিষয়ক
- প্রযুক্তি ও বিজ্ঞান ইত্যাদি।
উপরোক্ত বিষয় গুলো ছাড়া আরো অন্যান বিষয় নিয়ে আপনারা ব্লগ তৈরি করতে পারবেন। যা আপনার জীবন এর বিভিন্ন বিষয় নিয়ে, লেখা একটি ডায়েরি’র মতো। এখানে সব কিছু গুছিয়ে রাখা।
তো আমি আশা করব যে, উপরের আলোচনা অনুসরণ করে, বুঝতে পাছেন যে, ব্লগিং মূলত কি? আর যদি না বুঝে থাকেন। তবে উক্ত আলোচনাটি আরো একবার পড়ুন।
ওয়েবসাইট কি ?
ওয়েবসাইট হচ্ছে, কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েবসাইট পেজ, ছবি, অডিও, ভিডিও এছাড়া আরো অন্যান্য ডিজিটাল তথ্য এর সমষ্টি কে বোঝানো হয়। যা ইন্টারনেট এর মাধ্যমে এক্সে করা যায়্
ওয়েব পেজ মূলত একটি HTML ডকুমেন্ট। যা HTTP প্রোটোকল এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট/ অনলাইন ব্যবহারকারী’র ওয়েব ব্রাউজার এ স্থানান্তরিত হয়।
আর সকল ওয়েবসাইট কে সমষ্টিগত ভাবে, “World Wide Web” বা বিশ্বব্যাপী জাল নামেও বলা যায়।
আপনাকে আরো সহজ ভাবে বলতে গেলে, ওয়েবসাইট হলো- ডোমেইন এর মাধ্যমে দর্শন যোগ্য ওযেব সার্ভার এ জমা রাখা ওয়েব পেজ, ছবি, অডিও, ভিডিও এবং ডিজিটাল তথ্য এর সমষ্টিকে একসঙ্গে ওয়েবসাইট বলা হয়।
তো আপনারা উপরো আলোচনাতে ব্লগিং কি এবং ওয়বসাইট কি এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন।
এখন হয়তো অনেক প্রশ্ন করতে পারেন। এখন আমরা কিভাবে ব্লগিং করব। আপনাকে এই প্রশ্নের উত্তরে, জানাতে চাই? আপনাকে অবশ্যই ব্লগিং এন্ড ওয়েবসাইট এর উপর একটি কোর্স করতে হবে।
বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আপনারা অল্প কিছু টাকা খরচা করে, অল্প সময় এর মধ্যে ব্লগিং কোর্স সম্পন্ন করতে পারবেন।
তো চলুন এখন জেনে নেওয়া যাক। ব্লগিং এন্ড ওয়েবসাইট পেইড কোর্স সম্পর্কে।
অনলাইনে ইনকাম করার সেরা কোর্স
আপনারা অনলাইনে মাধ্যমে, ব্লগিং করার জন্য অসংখ্য পরিমানের পেইড কোর্স পেয়ে যাবেন। যে গুলো কিনে নিয়ে আপনারা অল্প দিনের মধ্যে অনলাইনে আয় করা শুরু করতে পারবেন।
তো আমরা আপনাকে এখানে বাংলাদেশের এমন একটি ব্লগিং পেইড কোর্স সম্পর্কে জানাবো। যা আপনারা কিনে নিয়ে, সকল প্রকার সুযোগ সুবিধা গুলো ভোগ করতে পারবেন।
তো চলুন অনলাইনে ইনকাম করার সেরা কোর্স টি সম্পর্কে জেনে নেওয়া যাক।
অনলাইনে ইনকাম (ব্লগিং) কোর্স (sohojincome.com)
আপনি যদি ব্লগিং করে, প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা ইনকাম করতে চান। তাহলে আপনাকে অবশ্যই উক্ত https://sohojincome.com এর ব্লগিং কোর্স কিনতে হবে।
আর আপনি যদি এই কোর্সটি কিনেন তবে, মাত্র ৫ থেকে ১৫ দিনের মধ্যে অনলাইন ইনকাম শুরু করতে পারবেন।
sohojincome.com এর ব্লগিং কোর্স ফিচার সমূহঃ
আপনি যদি https://sohojincome.com এর ব্লগিং কোর্সটি কিনেন তাহলে, আপনারা এখানে যে ফিচার গুলো পাবেন। সেগুলো আপনার ব্লগিং থেকে ইনকাম করা অনেক সু-নিশ্চিত হয়ে যাবে।
তো চলুন sohojincome.com এর ব্লগিং কোর্স ফিচার গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
যেমন-
- এখান থেকে কোর্স ক্রয় করার পরে, নিজে নিজে আর্টিকেল লিখতে হবে না।
- প্রতিদিন আনমিটেড Auto আর্টিকেল পেয়ে যাবেন।
- ওয়েবসাইটে বা ব্লগে ভিজিট নিয়ে চিন্তা করতে হবে না।
- নিজে নিজে SEO করার ঝামালা পোহাতে হবে না।
- এখানে অটো SEO এর ভিত্তিতে ওয়েবসাইট র্যাংক হবে।
- ১০০% গুগল এডসেন্স অ্যাপ্রোভাল হয়ে যাবে/।
- গুগল এডসেন্স সেফ থাকবে ১০০%।
- প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম হবে।
- দৈনিক ২/৩ ঘন্টা সময় দিয়ে ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন।
ব্লগিং কোর্সে যা যা থাকবে ?
- এই কোর্সে লারাভেল দিয়ে তৈরি একটি ওয়েব অ্যাপ্লিকেশন।
- নতুন সকল ফিচার আপডেট।
- কাস্টমার এর পছন্দ মতো যে কোন একটি ডোমেইন।
- হাই-স্পিড ওয়েব হোস্টিং (যার ধারণ ক্ষমতা- 50K+ ভিজিটর প্রবেশ)
- সারাজীবন ফোন ও চ্যাটিং সাপোর্ট।
- সারাজীবন সাইট ডেভেলপার সাপোর্ট।
- সারাজীবন এডমিন সাপোর্ট।
- সাধারণ ও প্রযুক্তিগত সমস্যার সমাধান।
- সিক্রেট গ্রুপে নিয়মিত আপডেট।
ব্লগিং কোর্স এর কিছু প্রশ্নোত্তর ?
এই ওয়েব এপ্লিকেশন দিয়ে কত টাকা আয় করা যাবে?
উত্তরঃ আপনি এখানে আনলিমিটেড আয় করতে পারবেন। আপনার যত ইচ্ছা তত। কিন্তু আপনি যত বেশি সময় দিয়ে কাজ করবেন। তত বেশি পরিমানের আয় করতে পারবেন। এক্ষেত্রে দৈনিক ২/৩ ঘন্টা কাজ করে, মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
এখানে কোন কমিশন দিতে হবে?
উত্তরঃ না! এখানে আপনাকে কোন কশিন প্রদান করতে হবে না। আপনি যে পরিমানের আয় করবেন তা সম্পূর্ণই আপনার।
প্রতিদিন কি কি কাজ করতে হবে?
উত্তরঃ দৈনিক শুধু কিছু কিছু ফিচার আপডেট করতে হবে। যা আপনারা ১ ঘন্টায় শিখতে পারবেন।
কাজ করতে আমার কি কি জিনিস লাগবে?
উত্তরঃ একটি স্মার্টফোন বা কম্পিউটার, ল্যাপটপ (একটি হলেই হবে)
ইন্টারনেট কানেকশন কত সময় রাখতে হবে?
উত্তরঃ প্রতিদিন ২/৩ ঘন্টা।
কোন বিষয় না বুঝলে কি করব?
উত্তরঃ সাপোর্ট টিপ আপনার সকল সমস্যা সমধান করবে।
কিভাবে ইনকাম করব?
উত্তরঃ গুগল এডসেন্স এর মাধ্যমে Auto ইনকাম।
সাইটে ভিজিটর কোথায় পাবো?
উত্তরঃ সাইটে ভিজিটর নিয়ে চিন্তা করতে হবে না। উক্ত এপ্লিকেশনে এমন কিছু ফিচার রয়েছে। যার ফলে মানুষ প্রতিদিন সাইট ভিজিট করবে।
প্রতি বছর কি কোর্স এর জন্য টাকা দিতে হবে?
উত্তরঃ না! এপ্লিকেশনের জন্য কোন প্রকার টাকা দিতে হবে না। কিন্তু আপনাকে ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং প্রতি বছর রিনিও করতে হবে। যা অনেক অল্প টাকা।
ওয়েব এপ্লিকেশন এর দাম
আপনি যদি ব্লগিং এর জন্য এই লারাভেল এপ্লিকেশন কিনতে চান? তাহলে আপনার খরচ হবে-
- লারাভেল দিয়ে তৈরি এপলিকেশন এর দাম = 25,000/- টাকা।
- ডোমেইন নেম = 1,200/- টাকা।
- ওয়েব হোস্টিং = 3,000/- টাকা।
- ইনস্টল এবং কাস্টমাইজ = 2,000/- টাকা।
- ভিডিও ক্লাস মূল্য = 3,000/- টাকা।
- সারাজীবন সাপোর্ট = 3,000/- টাকা।
- সারাজীবন ডেভেলপার সাপোর্ট = 5,000/- টাকা।
- সর্বমোট দাম = 42,000/- টাকা মাত্র।
কিন্তু আপনাদের জন্য সুখবর হলো- 42,000/- টাকার ওযেব এপ্লিকেশনটি 82% ছাড়ে, এখন মাত্র = 7,560/- টাকা দিয়ে কিনতে পারবেন।
কোর্স ফি পরিশোধের নিয়ম
আপনি যদি উক্ত ব্লগিং কোর্স কিনতে চান। তাহলে আপনার-
- নাম,
- ই-মেইল এড্রেস,
- মোবাইল নম্বর
উক্ত তথ্য পূরণ করে। মোবাইল ব্যাংকিং, যেমন-
- বিকাশ,
- নগদ এবং
- রকেট
এই ধরণের একাউন্ট দিয়েফি পরিশোধ করতে পারবেন। আর সর্বশেষ Order বাটনে ক্লিক করলেই, কোর্স কেনা হয়ে যাবে।
শেষ কথাঃ
আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করা হলো- অনলাইনে ইনকাম করার সেরা কোর্স সম্পর্কে।
তো আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করতে চান। তাহলে উপরোক্ত কোর্স কিনে নিয়ে, ব্লগিং শুরু করুন আর প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা ইনকাম করুন।
আমাদের আজকের এই পোস্ট আপনার কাছে ভালো লাগলে। একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই পোস্ট আপনার বন্ধুদের জানাতে একটি সোশ্যালমিডিয়া শেয়ার করুন। ধন্যবাদ।